করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। তবে এরই মাঝে নিজেদের সামলে নিয়েছে বেশ কিছু দেশ। এমন পরিস্থিতিতে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুলাই আইফেল টাওয়ার ফের খুলে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার প্যারিসের এ বিখ্যাত স্থাপনার অপারেটর একথা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, অপারেটর সেতা জানান, প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন পরিদর্শকের সংখ্যা ১০ হাজার জনে সীমাবদ্ধ রাখা হবে। এ সংখ্যা করোনা পূর্ববর্তী পরিদর্শক সংখ্যার অর্ধেকেরও কম।
খবরে বলা হয়, কেবলমাত্র নির্মাণ কাজ চলছে, এমন কিছু স্থান ব্যতীত এ স্মৃতিস্তম্ভের সকল ফ্লোরে পরিদর্শকদের প্রবেশে সুযোগ থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের অলিম্পিক গেম উপলক্ষে আইফেল টাওয়ারকে সবচেয়ে দৃষ্টি নন্দন করতে এ ঐতিহাসিক স্থাপনার ১৩০ বছরের ইতিহাসে টাওয়ারটির ব্যাপক সংস্কার করা হচ্ছে।