অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়া ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নিতে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না। আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলসহ বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এছাড়া কোচ ও ধারাভাষ্যকার হিসেবেও কয়েকজন সাবেক অসি ক্রিকেটার অবস্থান করছেন ভারতে।
ভারতে করোনাভাইরাস মহামারী মারাত্মক আকার ধারণ করায় আগামী ১৫ মে পর্যন্ত দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করেছে অস্ট্রেলিয়া। গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। এদিকে, ভারতীয় মুম্বাই ইন্ডিয়ান্সের অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন দেশে ফিরতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় এমন জবাব এসেছে অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে।
স্কট মরিসন বলেছেন, তারা ব্যক্তিগতভাবে সেখানে খেলতে গেছে। এটা অস্ট্রেলিয়ার টুরের অংশ ছিল না। তারা নিজস্ব ব্যবস্থাপনার অধীনে আছে এবং দেশে ফিরতে সেটাই তারা ব্যবহার করবে।