অস্কারের লাল গালিচায় ভেলেন্তিনো ব্রান্ডের হলুদ রঙা পোশাকে নজর কেড়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেন্দায়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রবিবার বসে অস্কারের আসর। তবে পোশাক কিংবা গহনা নয়, জেন্দায়া আলোচিত হচ্ছেন মাস্কের জন্য।
অস্কারের মঞ্চে পোশাকের সঙ্গে মিলিয়ে হলুদ রঙের মাস্ক পরেই হাজির হন জেন্দায়া। অনুষ্ঠান চলাকালে অতিথিদের জানানো হয়, অস্কারের অনুষ্ঠান প্রচারের জন্য ক্যামেরা চালু থাকাকালে মাস্ক পরতে হবে না। ক্যামেরা অফ হয়ে গেলে মাস্ক পরতে হবে।
তবে পুরো অনুষ্ঠানজুড়ে জেন্দায়ার মুখে মাস্ক ছিল। শুধু একবার পুরস্কার প্রদানের ঘোষণা দিতে গিয়ে মাস্ক খুলেছিলেন তিনি। এতে নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন “স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম” খ্যাত অভিনেত্রী। কেউ কেউ মন্তব্য করেছেন, এজন্যই জেন্দায়া রোল মডেল।