ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। যার মাধ্যমে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খুলেছে টাইগাররা। গতকাল ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশ ২০ পয়েন্ট অর্জন করেছে। পাল্লেকেলের ব্যাটিং বান্ধব উইকেটে লঙ্কানদের বিরুদ্ধে সমানতালেই লড়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শান্ত-মুমিনুলের সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসেও তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেছেন।
সার্বিকভাবে ক্যান্ডিতে দলীয় পারফরম্যান্সে খুশি অধিনায়ক মুমিনুল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দলগতভাবে খেললেই ভালো অবস্থানে থাকে বাংলাদেশ।
মুমিনুল বলেছেন, ‘আমরা গত হোম সিরিজ-অ্যাওয়ে সিরিজে ওইরকম রেজাল্ট করতে পারিনি। একটা হোম সিরিজ হারার পর বিদেশে টেস্ট ড্র করতে পারা আমার কাছে মনে হয় ভাল একটা দিক। দ্বিতীয় টেস্টে অবশ্যই সবার ভেতরে আত্মবিশ্বাস দেবে। সবাই দলগতভাবে খেলেছে। বাংলাদেশ যখনই দলগতভাবে খেলতে পারে তখনই ভাল অবস্থায় থাকে।’
উইকেটে কখনোই বোলাররা সাহায্য পাননি। কঠিন কন্ডিশনে ড্রয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। মুমিনুল বলেছেন, ‘ভালো উইকেট ছিল। বোলারদের তেমন কিছু ছিল না। আমার মনে হয় এটা মেনে নেওয়াই ভাল। ড্র হওয়াটাই ভাল হয়েছে।’