চলতি বছর ভারতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

0
126
ভারতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড
ভারতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

ভারতের রাজধানী দিল্লিতে চলতি বছরের রেকর্ড সংক্রমণ ধরা পড়ল। একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত হলেন ৫০০ এর বেশি মানুষ। যা কিনা ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ।

দেশটির একাধিক রাজ্যে ফের বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। মোট ৮টি রাজ্যে ক্রমেই মাথাচাড়া দিচ্ছে করোনা। এই তালিকায় রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ুসহ একাধিক রাজ্য। দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও।

দিল্লিতে চলতি বছরের রেকর্ড সংক্রমণ ধরা পড়ল। একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত হলেন ৫০০ এর বেশি মানুষ। যা কিনা ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৬ জন। ফলে দিল্লিতে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৬ লক্ষ ৪৫ হাজার। ভারতে মোট সংক্রমণ পৌঁছে গিয়েছে ১ কোটি ১৪ লক্ষের ঘরে। যেভাবেই হোক দেশে করোনার সেকেন্ড ওয়েভ রুখতেই হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

মোদি এদিন জানান দেশের ১৬টি রাজ্যের ৭০টি জেলায় ১৫০ শতাংশ হারে বেড়ে গিয়েছে। গত ১৫দিনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে করোনা প্রতিরোধে আরও সক্রিয় হতে হবে বলে পরামর্শ দেন মোদী।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহারাষ্ট্র করোনার সেকেন্ড ওয়েভের সূচনায় দাঁড়িয়ে রয়েছে। এও জানানো হয়, করোনা ট্র্যাক, পরীক্ষা, আইসোলেট ও কোয়ারেন্টাইনের ক্ষেত্রে প্রচেষ্টা খুব সীমাবদ্ধ। সাধারণ মানুষ অনেক সময়ই কোভিডের নিয়ম মানছে না। গ্রাম ও শহর, দুক্ষেত্রেও একই দৃশ্য দেখা গেছে।

অন্যদিকে, মহারাষ্ট্রের সংক্রমণ ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। বুধবারে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৪ জনের। দেশের মোট অ্যাক্টিভ সংক্রমণের ৭৬.‌৪ শতাংশই তিন রাজ্য মহারাষ্ট্র, কেরল ও পাঞ্জাবে রয়েছে। এরমধ্যে শুধু মহারাষ্ট্রেই ৬০ শতাংশ অ্যাক্টিভ সংক্রমণ রয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের চিন্তা বাড়িয়ে রেখেছে মহারাষ্ট্র।

মুম্বাইতে সংক্রমণ রোধে কড়া বিধিনিষেধ আরোপ করার কথা বলা হচ্ছে। জুহু বিচ বন্ধ করার দাবি জানিয়েছেন, বিজেপি বিধায়ক অমিত সতম। করোনা পরিস্থিতিতে সপ্তাহান্তে বিচ বন্ধ রাখার আবেদন করেছেন তিনি। যদিও এই নিয়ে এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্তে আসা যায়নি।