ভারতে এবার ‘গো-বিজ্ঞান’ পরীক্ষা

0
27
‘গো-বিজ্ঞান’ পরীক্ষা

গরুর চামড়া, দুধ, মূত্রের নানাবিধ ব্যবহারের পদ্ধতি কীভাবে আরও জনপ্রিয় ও কার্যকর করা যায়- সে জন্য এক পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে ভারতের রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৫ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। ইংরেজিসহ ১২টি ভাষায় ‘গো-বিজ্ঞান’ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে দেশটির ৯০০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, তারা যেন দেশি গরুর প্রতিটি অংশ কতটা উপকারী ও বিজ্ঞানসম্মত, তা নিয়ে চর্চা করেন এবং এই পরীক্ষায় বসতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় পশু মন্ত্রণালয় রাষ্ট্রীয় কামধেনু আয়োগ চালু করে। তাদেরই তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষা। কামধেনু আয়োগের ওয়েবসাইটে পরীক্ষার সিলেবাসও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।