চোর ধরতে ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা

0
41
চোর ধরতে পুরস্কার ঘোষণা

সিসি ক্যামেরায় দেখতে পাওয়া চোরকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

চেয়ারম্যান আজাদ বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মোটরসাইকেল ঢেকে রাখার কাপড় সরানো হয়েছে। তখন আমার সন্দেহ হয়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখি ভোর ৪টা ৫ মিনিটে জ্যাকেট পরা এক যুবক মোটরসাইকেলের চাবি খোলার চেষ্টা করছে। কিন্তু সামনের চাকা শিকল দিয়ে লক করে রাখায় চোর মোটরসাইকেলটি নিতে না পেরে চলে যায়। চোরকে চিনতে পারিনি।

তিনি আরও বলেন, ইদানিং এলাকায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তাই চোর ধরতে লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছি। ঘোষণাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।