মুন্সিগঞ্জে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) শহরের লঞ্চঘাট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। পরে এসব জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব জাটকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এসব জাটকা ইলিশ।
উদ্ধারকৃত জাটকাগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।