
ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের কঠোর অভিযানে প্রাণহানির সংখ্যা আগের ধারণার চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১২ হাজার থেকে ২০ হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
গত পাঁচ দিন ধরে দেশটিতে ইন্টারনেট ও ফোন সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পর মঙ্গলবার কিছু ফোন লাইন পুনরায় চালু হলে অভ্যন্তরীন সূত্রগুলো এই ভয়াবহ চিত্র তুলে ধরে।
যদিও বেশিরভাগ মানবাধিকার গোষ্ঠী আগে নিহতের সংখ্যা কম জানিয়েছিল, তবে তারা বরাবরই বলে আসছিল যে প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার পার্লামেন্টে বলেছেন, তাদের ধারণা অনুযায়ী অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন, তবে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, তেহরানের উপকণ্ঠে একটি মর্গের শকিং এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা সিবিএস নিউজ যাচাই করে নিশ্চিত করেছে।


