
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামকস্থানে ২৯ ডিসেম্বর মোটর সাইকেল চালক পুলিশ সদস্য রবিউল ইসলাম মোল্লা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
জানা গেছে, নড়াইল জেলার লোহাগাড়া থানায় পুলিশ সদস্য রবিউল ইসলাম মোল্লা (৪২) মুকসুদপুরে বাড়ীতে আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর ভাঙ্গাপোল নামকস্থানে ঢাকা হতে খুলনাগামী বনফুল পরিবহন (মেট্রো-ব-১১-০২৩১) পিছন থেকে মোটর সাইকেল চালক পুলিশ সদস্য (বিপি নম্বর -৮৪১০১২৪১৫) রবিউল ইসলাম মোল্লা চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের বজলার মোল্লার ছেলে। তিনি ১ স্ত্রী ও দুই ছেলে রেখে গেছে। সংবাদ পেয়ে মুকসুদপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হোন এবং মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আবু বক্কার (সিনিয়র স্টাফ রিপোর্টার)


