জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জিএম আইটি প্রেজেন্ট বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪

0
8
জমকালো
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জিএম আইটি প্রেজেন্ট বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪

বাংলাদেশ গ্রিনলিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিফ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকার একটি চার তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজিসি অ্যাওয়ার্ড সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।

২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা কে আজীবন সম্মাননা দেন গ্রীণ লিফ পরিবার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

সেরা গায়ক হিসেবে পুরস্কার পান বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, রবী চৌধুরী, রিজিয়া পারভীন, আখি আলমগীর। সম্মানিত করা হয় সিনিয়র চলচ্চিত্র নায়িকা রেনু রোজিনা , জনপ্রিয় চিত্র নায়িকা আচল, চিত্র নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, অভিনয় শিল্পী পারসানা ইভানা সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজন সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান প্রযোজক বিভাগে সম্মাননা অর্জন করেন এশিয়ান টেলিভিশনের প্রযোজক জ্যোতির্ময় মন্ডল ( জ্যোতি)। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, কিংবদন্তী দুইজন গুনী মানুষের হাত থেকে কাজের স্বীকিৃতি পেলাম এটা আমার জন্য সৌভাগ্যের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান জনাব কামরুল কায়েস চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান জনাব মো: কামরুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় জাসাস মো:লিয়াকত আলী। সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিএফডিসির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব সহ অনেক গুনীজন।

গ্রীণ লিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সব সময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে, নতুন কিছু উপহার দিতে ও সেই সাথে পুরাতন ঐতিহ্য ফুটিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চেষ্টা করি সব সময়। ইনশাআল্লাহ, গ্রীণ লিফ এর ধারাবাহিকতা বজায় থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.