
গোপালগঞ্জের মুকসুদপুরে নেশাগ্রস্ত অবস্থায় থাকা একটি লোকাল বাস সরাসরি একটি অটোকে ধাক্কা দিলে গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে। রবিবার বিকেলে মুকসুদপুর কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত অটোতে সাংবাদিক নূর আলম শেখসহ চারজন যাত্রী ছিলেন। এতে অটোর ড্রাইভার বাবু শেখ ও যাত্রী রায়হান আহমেদ গুরুতর আহত হন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্য যাত্রীরা (সাংবাদিক নূর আলম শেখসহ) আল্লাহর রহমতে অক্ষত রয়েছেন।
সাংবাদিক নূর আলম শেখ বলেন, “আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে অটো ড্রাইভার বাবু শেখ ও যাত্রী রায়হান আহমেদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
যাত্রীদের ভাষ্যমতে, কালনা থেকে ছেড়ে আসা লোকাল বাসটির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। মুকসুদপুর কলেজ মোড় এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আজকের জাগরণ প্রতিনিধি
স্থান: মুকসুদপুর কলেজ মোড়, গোপালগঞ্জ
কেএম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোর্টার