
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় একাডেমি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন একাডেমির কর্মকর্তা, সদস্য, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শোভাযাত্রায় নান্দনিক ব্যানার, ফেস্টুন ও মনোমুগ্ধকর প্ল্যাকার্ডে সজ্জিত দলগুলো অংশ নেয়। বাশির সুরে, ঢাক-ঢোলের তালে ও সাংস্কৃতিক আবহে র্যালিটি পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
র্যালি শেষে একাডেমির মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদী হাসান বিপ্লব। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন একাডেমির সদস্য সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম।
বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ কামরুজ্জামান একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একাডেমির প্রতিষ্ঠা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আজিজুর রহমান।
বক্তারা আরও বলেন, গত এক দশকে মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমি স্থানীয় শিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী ও চিত্রশিল্পীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটেছে এবং গ্রামীণ সংস্কৃতি পুনরুজ্জীবিত হয়েছে।
সভায় জানানো হয়, ভবিষ্যতে একাডেমিটিকে আধুনিকায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব জনাব মোস্তাফিজুর রহমান সেলিম, জীবন সদস্য মোঃ ছিরু মিয়া, মোঃ মাহাবুব হাসান বাবর, মেহেদী হাসান বিপ্লব, মিজান মোল্লা, তাপশ কুমার কুণ্ডু, সদস্য রিপন সরকার ও আজিজুর রহমান শামীম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ সাংস্কৃতিক কর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা একাডেমির কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোর্ট