
শরতের এ সান্ধ্য আয়োজনে অনুষ্ঠিত হল আবৃত্তি সংগঠন স্বরবৃত্তের আবৃত্তিশিল্পীদের নিয়ে আবৃত্তি অনুষ্ঠান ‘স্বপ্ন জাগানিয়া’
২৭ সেপ্টেম্বর ২০২৫ ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
আবৃত্তি অনুষ্ঠানে একে একে আবৃত্তি করেন তাসনিম অরণী, মরিয়ম আক্তার ঝর্ণা, মোর্তাহিন বিল্লাহ তোহা, মো. আকতার হোসেন, কামরুন নাহার বাবলি, আকলিমা নার্গিস বাঁধন, একেএম হাসনাত জামান, ফাতেমা সুলতানা রেবা, খন্দকার মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আহসানুল কবির, মাহনুর জাবিন শারমিন, সুসমিতা হক এবং মনোজ দত্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহনুর জাবিন শারমিন। গ্রন্থনা ও নির্দেশনা দেন সুসমিতা হক। সবশেষে আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ইশরাত শিউলি।
স্বরবৃত্তের সভাপতি মো. আকতার হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আবৃত্তি অনুষ্ঠান ‘স্বপ্ন জাগানিয়া’র।