
গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) সকালে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন মোল্লার সঞ্চালনায়, সভাপতি মেহেদী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাহিদ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ন আহবায়ক কাজী হাসিব রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন,যুগ্ন সম্পাদক নাজমুল, যুগ্ম সম্পাদক মিনাল, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মনির, সহ সম্পাদক জাহিদুল সরদার,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহিন শিকদার অন্তর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু, সহ-সভাপতি মারুপ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নিলয় ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক তানভীর, যুগ্ম সম্পাদক তামিম হোসেন, কানিজ ফাতেমা,অপু, শান্ত, নিহাদ, অনিক, মেহেদী, শাকিল সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোর্টার