ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

0
4
ডেঙ্গু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

দিন দিন হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা বেড়েই চলছে। একই সাথে বাড়ছে আতঙ্ক। সর্বশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।, যার মধ্যে ৭ হাজার ৫৫৮ জন পুরুষ ও ৫ হাজার ২০৫ জন নারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.