দেশের ১৮টি অঞ্চলে ঝড়- বৃষ্টির সম্ভাবনা

0
5
দেশের ১৮টি অঞ্চলে
দেশের ১৮টি অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝড়ো হাওয়ার আশঙ্কায় রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, বুধবার রাতে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টিপাত মাঝারি থেকে অতি ভারীও হতে পারে।