প্রিন্স রহিম আল-হুসাইনি আগা খান ৫ম আজ শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম উত্তরাধিকারী ইমাম (আধ্যাত্মিক নেতা) হিসেবে মনোনীত হয়েছেন।
তার প্রয়াত পিতা, প্রিন্স করিম আল-হুসাইনি আগা খান ৪র্থ এর উইল উন্মোচনের পর এই ঘোষণা আসে। প্রিন্স করিম আগা খান ৪র্থ গতকাল, ৮৮ বছর বয়সে লিসবন, পর্তুগালে ইন্তেকাল করেন।
প্রিন্স রহিম আগা খান ৫ম, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কন্যা হযরত বিবি ফাতিমা ও নবীর চাচাতো ভাই ও জামাতা, ইসলামের চতুর্থ খলিফা এবং প্রথম শিয়া ইমাম, হযরত আলি (রাযিয়াল্লাহু আনহু)-এর সরাসরি বংশধর।
গত ১,৪০০ বছর ধরে, ইসমাইলিরা জীবিত, উত্তরাধিকারসূত্রে নিযুক্ত ইমামের নেতৃত্ব অনুসরণ করে আসছে। বর্তমানে, ইসমাইলি সম্প্রদায় ৩৫টিরও বেশি দেশে বসবাস করে এবং তাদের সংখ্যা আনুমানিক ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ।