চকবাজারে রাস্তার মাঝে পার্কিং এর কারনে যানজট সৃষ্টি

0
3
চকবাজারে
চকবাজারে রাস্থার মাঝে পার্কিং এর কারনে যানজট সৃষ্টি

চকবাজারে রাস্তার মাঝে গাড়ি পার্কিং, যান চলাচলে বিশৃঙ্খলার কারণে যানজট বেড়েই চলেছে। প্রতিদিনের রুটিনে চকবাজারে যানজট জেনো নিত্য দিনের সঙ্গী। ঢাকায় যে কয়েকটা বাজার রয়েছে  তার মধ্যে চকবাজার অন্যতম।

চকবাজারে রাস্তার মাঝে গাড়ি পার্কিং এর দৃশ্য

পথচারীদের সাথে আলোচনা করে জানা যায়, যে রাস্থায় মোটর সাইকেল পার্কিং করার জন্য পথচারিদের হাটাচলা অসুবিধা হয়। তবে কাউকে কিছু বলতে পারে না।

রাস্তায় কে বা কারা মোটর সাইকেল পার্কিং করে, এই বিষয়ে এক পুলিশ সদস্যের সাথে আলোচনা করা হয়।

তিনি জানান, এখানে ব্যবসায়ীদের এবং দেশে বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের মোটরসাইকেল হতে পারে।এই বিষয়টা তাদের সঠিকভাবে জানা নেই।

অপরাজয়ার চক বাজার প্রতিনিধি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে জানতে পারেন, যে পাঠাও রাইডার এবং ব্যক্তিগত ভাড়ায় চালিত মোটরসাইকেল তারাই রাস্তার মাঝে মোটর সাইকেল পার্কিং করে ফলে নানা অসুবিধা হয়ে থাকে।

কে বা কারা রাস্তায় পার্কিং করে এটা না জানা গেলেও পার্কিং করা মোটর সাইকেল চোখের সামনে দৃশ্যমান। রাস্তার মাঝে মোটরসাইকেল পার্কিং প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে চক বাজারে।

আল-মোজাহিদ বিদ্যুৎ , চক বাজার, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.