২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কনসার্টের আয়োজন

0
11
২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কনসার্টের আয়োজন
২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কনসার্টের আয়োজন

বাণিজ্য মন্ত্রনালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কনসার্টের আয়োজন করা হয়েছে।

প্রতি শুক্র ও শনিবার বাণিজ্যমেলার মেলার মূল ফটকের বাম দিকের খোলা ময়দানে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ শিরনামে কনসার্টের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই কনসার্টে হাজার হাজার মানুষের ঢল নামে মেলায়।

উল্লেখ্য, বাণিজ্য মেলায় এবার ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানের স্টলসহ বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে। দেশীয় পণ্যের স্টলের পাশাপাশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নগুলোয় ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

মেলায় এবার বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি যেমন শহীদ মুগ্ধ কর্নার ও জুলাই চত্বর দর্শনার্থীদের মন ছুঁয়ে গেছে। পাশাপাশি, মিনি শিশুপার্ক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও প্রশংসিত হয়েছে।

বাণিজ্য মন্ত্রনালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে এই ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানটিতে স্পন্সর করেছে মমতাজ হারবাল প্রোডাক্টস সহ আরও অন্যান্য সুনামধন্য প্রতিষ্ঠান।