মুকসুদপুরের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

0
24
আব্দুল আলী
মুকসুদপুরের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালিন সময়ের চিত্র
পরীক্ষা চলাকালিন সময়ের চিত্র

গতকাল শনিবার উপজেলার বাটিকামারীতে সকাল ১০.০৫ থেকে বেলা ১১.০৫ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী আন্তঃ উপজেলা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৩৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়।

মেধা বৃত্তি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন ও ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, খায়রুল বাকী শরীফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিরঞ্জন পাল, হাওলাদার মোহাম্মদ ইকরাম, হল সুপার সাফায়েত হোসেন ঢালী দায়িত্ব পালন করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল উত্তরা সাখার অধ্যাপক ডাঃ মোশাররফ হোসেন অপরাজয়া ২৪.কমকে জানান, এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে চাই।

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন অতীতেও যেমন অসহায় মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বি আই ডাব্লু টি এর উপ -পরিচালক সেলিম শেখ বলেন, শিক্ষাকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

এসময় সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, খায়রুল বাকী শরীফ সর্বোচ্চ স্বচ্ছতার মধ্যদিয়ে মেধা বৃত্তি পরীক্ষা সুসম্পন্ন হওয়ায় আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন উদ্যোগে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোটার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.