প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা বাদ

0
5
প্রাথমিক
প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা বাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকবে না কোনো পোষ‍্য কোটা,  ৯৩ শতাংশ শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ  দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ কথা বলেন।

বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর আমরা গুরুত্বারোপ করছি। এখন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বাড়ানোটাই সময়ের দাবি।

তিনি বলেন, এজন্য সমাজের সব স্তরের মানুষের সামগ্রিক অংশগ্রহণ প্রয়োজন। এ সময় উপদেষ্টা প্রাথমিক স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা নিয়েও কথা বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেন, বর্তমানে কক্সবাজার ও বান্দরবানসহ দেশের কিছু স্কুলে ‘মিড ডে মিল’ চালু আছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিকে এটি চালু করা হবে। এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাসের অপেক্ষায় রয়েছে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার সব স্কুলে এই ‘মিড ডে মিল’ চালু হবে।

বিধান রঞ্জন রায় পোদ্দার পরে একই স্থানে ‘মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন জেলার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় ও জেলা শিক্ষা অফিসার, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, থানা শিক্ষা অফিসারসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.