মাদারীপুরে উদ্ধারকৃত ৯৮টি হাতবোমা ধ্বংস

0
7

মাদারীপুরের কালকিনিতে সম্প্রতি উদ্ধারকৃত ৯৮টি হাতবোমা ধ্বংস করেছে সিটিটিসি-এর বিশেষায়িত টিম।

শনিবার (৭ ডিসেম্বর) কালকিনি থানা পুলিশের সহযোগিতায় সিটিটিসি-এর বিশেষায়িত টিম বোমাগুলোকে ধ্বংস করে। বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশের বিশেষ শাখার অতিরক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির পাতাবালি গ্রামের মৃত সামছুল হক বেপারীর বাড়ির পারিবারিক কবরস্থানে অভিযান চালায় পুলিশের একটি দল।

এসময় জঙ্গলের ভিতরে কবরস্থানে মৃত সামছুল হক বেপারীর কবরের উপর থেকে দুইটি বালতিতে থাকা ২০টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা ঐ বোমা গুলো ওখানে রেখেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

এছাড়া বিভিন্ন সময় কালকিনির বিভিন্ন স্থান থেকে আরও ৭৮ টি হাতবোমা (ককটেল) উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়‌। আজ শনিবার সিটিটিসি-এর বিশেষায়িত টিম এসে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় বোমাগুলো ধ্বংস করে।

এ টিমে উপস্থিত ছিলেন, বোম ডিসপোজাল ইউনিট স্পেশাল এ‍্যাকশন গ্রুপের পুলিশ পরিদর্শক এস এম রাইসুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক গোলাম মূর্তজা।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, সদ্য পাতাবালি এলাকার একটি কবরস্থান হতে ২০টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

বোমাগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে সে বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশের বিশেষ শাখার অতিরক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, পাতাবালি গ্রাম থেকে ২০টিসহ বিভিন্ন সময় কালকিনির বিভিন্ন স্থান থেকে ৯৮ টি হাতবোমা (ককটেল) উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছিল। আজ সেগুলো সিটিটিসি-এর বিশেষায়িত টিমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

কেএম আবু বক্কার

সিনিয়র স্টার রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.