মোহাম্মদপুরে সব হাউজিংয়ে বসছে সেনা ক্যাম্প

0
19
মোহাম্মদপু
মোহাম্মদপুরে সব হাউজিংয়ে বসছে সেনা ক্যাম্প

গত কয়েকদিন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। যে কারণে মোহাম্মদপুরবাসী কিছুটা আতঙ্কে রয়েছে।

মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিরোধে আজ রোববার (২৭ অক্টোবর) থেকে প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাবে সেনাবাহিনী।

এসব ক্যাম্প থেকে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করবেন সেনাসদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে বছিলায় সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।

এর আগে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযানে নেমে ৪৫ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী।