নরসিংদীতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত

0
12
নরসিংদী
নরসিংদীতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত নিহত হন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী-মঠখলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদী মহিলা কলেজের প্রভাষক আবু বক্কর ও অটোরিকশাচালক শাহিন মিয়া। বাকি চারজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার দুপুরে শিবপুর সিএনবি বাজার থেকে থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ইটাখোলার উদ্দেশ্যে যাচ্ছিল। অটোরিকশাটি পচারবাড়ি পৌঁছালে মনোহরদীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একেবারে দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই ছয়জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।