ঢাকার সড়কে গণপরিবহনের চাপ কম

0
44

রাজধানী ঢাকায় সড়কে যানবাহনের চাপ অনেক কম। মূল সড়কে গণপরিবহন তেমন নেই। কিছু ব্যক্তিগত গাড়ি দেখা যায়।

আজ রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

গতকাল শনিবার সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি। এই কর্মসূচির কারণে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়ার কথা জানিয়েছেন কেউ কেউ।

অনেকে গণপরিবহন না পেয়ে রিকশা, সিএনজি, অটোরিকশাতে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে দেখা যায়।