আরিয়ান খান -এর সাথে কে এই রহস্যময়ী নারী!!!

0
36
আরিয়ান খান
আরিয়ান খান -এর সাথে কে এই রহস্যময়ী নারী!!!

অভিনয় জগতে কাজ না করেও প্রায়দিনই আলোচিত শাহরুখ-পুত্র আরিয়ান খান। তবে আবারও নেটদুনিয়ায়  চর্চায় শাহরুখ পুত্র। এবার শাহরুখ-পুত্রের সাথে এক ভিডিওতে নাচতে দেখা গেল এক রহস্যময়ী নারীকে। প্রশ্ন উঠছে, কে এই নতুন নারী। আরিয়ানের গোপন প্রেমিকা কি এই নতুন নারী?

জানা যায়, ব্রাজিলের অভিনেত্রী তথা মডেল লারিসা বনেসির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে আরিয়ানের। রবিবার একই পার্টিতে দু’জনকে দেখা যায়। দু’জনকেই পার্টিতে প্রবেশ করতে দেখা গিয়েছিল।

কিন্তু পার্টির এই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ায় ধোঁয়াশার সৃষ্টি হয় নেটিজেনদের মনে। ভিডিয়োতে দেখা যাচ্ছে অন্য এক তরুণীর সঙ্গে নাচছেন আরিয়ান।

উল্লেখ্য, কয়েকদিন আগে নোরা ফতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে আরিয়ানের। তারপর তারকা-কন্যা অনন্যা পাণ্ডে। এর পরেই  বিদেশিনী লারিসা বনেসির সঙ্গে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন বেশ কয়েকমাস আগেই ছড়িয়েছিল।