মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি লিটু মিয়া সভাপতি, হায়দার সম্পাদক

0
56
মুকসুদপুর
মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি লিটু মিয়া সভাপতি, হায়দার সম্পাদক

মুকসুদপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১ জুন শনিবার রাতে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে ক্লাবের উপস্থিত সকল সদস্যদের কণ্ঠভোটে এই নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক নবরাজের প্রতিনিধি হুজ্জাত হোসেন লিটু মিয়াকে সভাপতি ও মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৯ জুন সন্ধ্যায় প্রেসক্লাবের সাধারণ সভায় কমিটির অনুমোদন দেয়া হয়। ওই সভায় উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া প্রেসক্লাবে দাতা সদস্য গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ ছিরু মিয়া, দৈনিক আমার সংবাদ এর সরদার মজিবুর রহমান সহ-সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ এর কাজী ওহিদুল ইসলাম এবং দৈনিক নবরাজ এর হাদীউজ্জামান হাদী এবং দৈনিক বাংলাদেশের আলো এর শরীফুল রোমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া দৈনিক ঢাকা প্রতিদিনের হাফিজুর রহমান লেবু সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময়ের দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবরের আশিকুর রহমান রনিকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক খোলা চোখের জাহিদুর রহমানকে সমাজ কল্যাণ সম্পাদক, দৈনিক ভোরের পাতার হুসাইন কবির প্রচার সম্পাদক, দৈনিক মাতৃভুমির লুৎফর রহমান মোল্যা, অর্থ সম্পাদক, সিএনএন বাংলা টিভির সামচুল আরেফিন মুক্তা তথ্য প্রযুক্তি সম্পাদক, মুকসুদপুর সংবাদের কামরুজ্জামান কামাল ক্রীড়া সম্পাদক, দৈনিক গণজাগরণের রবিউল খন্দকার ধর্ম সম্পাদক নির্বাচিত হন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সমসময়ের তৌহিদুল হক বকুল, বাংলার নয়নের মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, বঙ্গটিভির সাব্বির মিয়া, দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মেহের মামুন, দৈনিক কালের কণ্ঠর পরেশ বিশ্বাস অপ্রাজয়া২৪ডটকম. আবুবক্কর মিয়া, আমিরুজ্জামান ফারুক, আরিফুজ্জামান মোল্যা প্রমুখ।

উল্লেখ্য প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে সভাপতির পদ শূন্য হওয়ায় প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়।

কেএম আবুবক্কর গোপালগঞ্জ প্রতিনিধি: