৬২ জন মনীষীর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান; ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’

0
15
৬২ জন মনীষীর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান; ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’
৬২ জন মনীষীর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান; ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’

সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “স্মৃতি সত্তা ভবিষ্যৎ” শীর্ষক স্মরণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৪র্থ দিনে স্মরণ করা হয় বিশিষ্ট সংগীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসংগীত শিল্পী শচীনদেব বর্মণ এবং বিশিষ্ট গীতিকার, সুরকার ও গায়ক কবিয়াল বিজয় সরকারকে।

এ বছর দেশের ৬২ জন মনীষীদের জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ মে ২০২৪ থেকে ১২ জুন ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ চতুর্থ দিনের আয়োজন শুরু হয় সন্ধ্যা ৬:০০ টায় জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। প্রথমেই শচীনদেব বর্মণ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর প্রদীপ নন্দী, ডিন, শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট শিল্পী ও সাংবাদিক।

২য় পর্বে কবিয়াল বিজয় সরকার এর উপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দীপঙ্কর দাস, সহকারী অধ্যাপক, সরকারী সংগীত কলেজ, ঢাকা।