
শনিবার (২৫ মে ) রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ৭ নবজাতকের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ওই হাসপাতাল থেকে ১২ জন শিশুকে উদ্ধার করে। রাতেই মৃত্যু হয় ছ’জনের। এক জনকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকেরা। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রবিবার সকালে তারও মৃত্যু হয়েছে। ওই হাসপাতালেই আহত আবস্থায় আরও কয়েকজনের চিকিৎসা চলছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় ঘটনা। হাসপাতালে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেখানকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত ১১টা ৩২ মিনিট নাগাদ ফায়ার সার্ভিস কাছে ফোন যায়। তবে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের পর চিকিৎসা চলাকালীন সাত জন নবজাতকের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ শিশু।


