বিজিবির পক্ষ থেকে মিষ্টি ও বিএসএফের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়

0
37
বিজিবি
বিজিবির পক্ষ থেকে মিষ্টি ও বিএসএফের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি ও বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৫টা ২০ মিনিটে বেনাপোল সীমান্তের চেকপোস্ট শূন্যরেখায় ‘রিট্রিট সিরিমনি’ প্যারেড অনুষ্ঠান শেষে বিজিবির পক্ষে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির কলকাতা বিএসএফের ডিআইজি শ্রী তারনি কুমারের হাতে উপহারের মিষ্টি তুলে দেন।

এসময় বাংলাদেশ বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন, যশোর রিজিয়নের অপারেশন অফিসার লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার, যশোর (৪৯বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মো. মাসুদ রানা।

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, স্টাফ অফিসার অজয় কুমার শর্মা, অবিনাশ কুমার ও ১৪৫ বিএসএফের উপ অধিনায়ক শ্রী অলক কুমার।

উল্লেখ্য, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহাদ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করতে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুই বাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতিনিধিঃ আবু বাক্কার