
রাজধানী ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ের সঙ্গে বেশ কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দিনগত রাত সোয়া ২টা থেকে শুরু হয় দমকা বাতাস সহ ঝড় ও শিলাবৃষ্টি। প্রায় আধাঘণ্টা স্থায়ী হয় এ অবস্থা।
শনিবারেরে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলি ও বদলগাছীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।