
“সরলতার প্রতিমা” গানের জনপ্রিয় গায়ক খালিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৫৬ বছর।
গতকাল সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
১৯৮১ সালে গানের ভুবনে যাত্রা শুরু করেন তিনি। চাইম ব্যান্ডে যোগ দেন ১৯৮৩ সালে।
চাইম ব্যান্ডের ভোকাল খালিদের কণ্ঠে এসেছে অসংখ্য জানপ্রিয় গান যেমন ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘হয়নি যাবার বেলা’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে মন কেঁদেছিল’।