পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার

0
31
পুরান ঢাকা
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার

আজ থেকে শুরু হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। সার্কুলার রোড চকবাজার, শত বছরের ঐতিহ্য বহন করে আবারও এক বছর পর ফিরে এসেছে ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার।

দুপুর থেকে বাজারে ক্রেতা বিক্রেতা ভিড় জমেছে, শত বছরের ইফতার বাজারের অতি জোর বহন করে আসা পুরান ঢাকার চকবাজার ইফতার বাজারে ঢাকার বিভিন্ন স্থান থেকে অনেক লোকজন আসে। তারা তাদের প্রয়োজনীয় ইফতার কেনাকাটা করতে আসে।

রমজানকে উপলক্ষ করে ইফতার বাজারের সবগুলোতেই আকাশচুম্বী দাম। এক পিস খাসির লেগ পিস ফ্রাই ৮০০ টাকা, শুতি কাবাব ১০০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি, এক পিস কোয়েল পাখি ফ্রাই ১০০ থেকে ১২০ টাকা, এক পিস বয়লার মুরগি ফ্রাই ৩৫০ টাকা, আরো রয়েছে বাহারি রকমের কাবাব।

আকাশ চুম্বী দামের বাদ যায়নি ফলের বাজার এক কেজি পাকা পেঁপে ১৫০ টাকা, এক পিস আনারস আকার ভেদে ১০০ থেকে ১৩০ টাকা, তরমুজ আকার বেঁধে ২৫০ থেকে ৬০০ টাকা,ভাঙ্গি কার বেঁধে ২০০ থেকে ৩০০ টাকা এক হালি কলার দাম ৫০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত,১ কেজি শসা ১০০ টাকা, এক হালি লেবুর দাম ১০০ টাকা, এক কেজি ডিসেন্টার হালিমের দাম ৮০০ টাকা, ১ কেজি শাহী জিলাপি দাম ৩৫০ টাকা। দুপুর থেকে ইফতার বাজারে নানা পেশাজীবীর মানুষের বীর জমেছে।

ক্রেতাদের সাথে আলোচনা করে জানা যায় সবকিছুর দাম গত বছরে তুলনায় অনেক বেশি। তবুও ইফতারের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি বেশি দাম দিয়েই ইফতার কিনছে ক্রেতারা।

চকবাজার প্রতিনিধিঃ

আল মুজাহিদ বিদ্যুৎ