
এশিয়ার শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়েতে এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। ছোট ছেলের বিবাহ উৎসবে ছিলো তাক লাগানো আয়োজন। আম্বানিপুত্রের বিয়েতে রিয়ান্না, দিলজিৎ দোসাঞ্জে, একন, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, উদিত নারায়ণ পারফর্ম করতে কত টাকা নিয়েছেন তা নিয়ে আজকের আয়োজন।
রবেইন রিয়ানা ফেন্টি যিনি একজন বার্বাডিয়ান গায়ক, গীতিকার, এবং অভিনেত্রী। ভারতে তিনি এসেছিলেন আম্বানিপুত্রের বিয়েতে। জানা যায় এ অনুষ্ঠানে পারফর্ম করতে পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার। যা কিনা বাংলাদেশী টাকায় ৮৭-৯৮ কোটি টাকা।
দিলজিৎ দোসাঞ্জে ভারতের একজন পাঞ্জাবি অভিনেতা, গায়ক এবং মিডিয়া কর্মী। এই অনুষ্ঠানে তার গানের সঙ্গে পারফর্ম করেছেন কিং খানের কন্যা সুহানা খান, অনন্যা পাণ্ডে, নব্য নাভেলি নন্দা, শানায়া কাপুরসহ অনেকে। জানা যায় তিনি নাকি এ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ৪ কোটি রুপি নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৯ লাখ টাকার সমান।
একন: মার্কিন র্যাপার একন। আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠানে পারফর্মের জন্য একন ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্মের জন্য একন ২-৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।
অরিজিৎ সিং: ভারতের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন অরিজিৎ। যা কিনা বাংলাদেশী টাকায় ৬ কোটি ৬২ লাখ টাকা।
শ্রেয়া ঘোষাল এবং উদিত নারায়ণ মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল একটি গান গাইবার জন্য পারিশ্রমিক নিয়েছেন ২৫ লাখ রুপি থাকেন। এবং উদিত নারায়ণ বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এই অনুষ্ঠানে তার গাওয়া গানে স্ত্রী গৌরি খানকে নিয়ে পারফর্ম করতে দেখা যায় শাহরুখ খানকে। জানা যায় তিনি ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে ২২-৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।


