ব্যবসায়ীকে মারধর করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

0
24
ব্যবসায়ীকে মারধর
ব্যবসায়ীকে মারধর করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর করে ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮.৩০ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খবর পাওয়ামাত্র পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন সড়কে তল্লাশি বসানো হয়েছে।

ঘটনার শিকার নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে অজ্ঞাত ছিনতাইকারীরা তার নিজ ব্যবহৃত স্কুটি থেকে ফেলে মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও স্কুটি টি নিয়ে যায়।

জুয়েলার্স ব্যবসায়ী মিলন কর্মকার বলেন, প্রতিদিন এর মতো দোকান বন্ধ করে বাসা ফিরছিলাম। বাসার ঠিক ২০০ গজ আগে রাস্তার ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনজনের ছিনতাইকারী দল একশ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও স্কুটি মোটরসাইকেলটি নিয়ে যায়।

মেহেদী হাসান রাব্বী
বাগেরহাট প্রতিনিধি।