আব্দুল আলী ও হালিবন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

0
120
আব্দুল আলী ও হালিবন
আব্দুল আলী ও হালিবন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আব্দুল আলী ও হালিবন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জের মুকসুদপুরে সারাদিন ১০ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (২১শে ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসাসেবা নিতে মুকসুদপুর, নগরকান্দা, ভাঙ্গা ও রাজৈর উপজেলার নানা বয়সের রোগীরা ভীড় করেন।

এই ক্যাম্পে কার্ডিওলজি, গাইনি, শিশু, ডায়াবেটিকস, চক্ষু, দন্তসহ ১৬টি বিভাগের ৩২জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। একই সময়ে রোগীদের বিনামূল্যে প্রায় এক’শ প্রকারের ঔষধ দেয়া হয়।

১০ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা

এর আগে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হাওলাদার মোহাম্মদ ইকরামসহ অনেকে বক্তব্য রাখেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মোশাররফ হোসেন বলেন, আব্দুল আলী ও হালিবন নেসা একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার মূল লক্ষ্য হল অত্র এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর সামাজিক ও মানবিক উন্নয়নে ভূমিকা রাখে। মহান শহীদ দিবস উপলক্ষে দশ হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি।

বৃহত্তর পরিসরে প্রতি বছরই আমরা একদিন এই আয়োজন করি। তারপর সারা বছরই আমরা অত্র এলাকার জনগণের চিকিৎসা ফলোআপ করে থাকি। এছাড়া শীতবস্ত্র, মানবিক খাদ্য সহায়তা,  শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের বৃত্তি প্রদান সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের সেবামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে একটি হাসপাতাল স্থাপন করতে চাই। যেখানে সবাই ফ্রিতে স্বাস্থ্য সেবা নিতে পারবে।