গত ৬ই ফেব্রুয়ারি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি এর নিকট ২০২১-২২ অর্থ বছরের ২.৮৫ কোটি টাকার ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ (Sheikh Mohammad Salim Ullah), আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (AKM Aminul Haque, ndc, afwc, psc, PhD), ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম (Md. Mosaddake-Ul-Alam)।
উল্লেখ্য, এ পর্যন্ত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃক ডিভিডেন্ড বাবদ ৩০.৩৯ কোটি টাকা সরকারের কোষাগারে জমা করা হয়েছে। সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।