জাতীয় রাজস্ব বোর্ড এর বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে ব্যাংকিং ক্যাটাগরীতে অন্যতম সেরা করদাতা “বিশেষ সম্মাননা ও সম্মননাপত্র” প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
গত ২৪ জানুয়ারি ২০২৪ইং তারিখে রাজধানীর সেগুনবাগিচায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২২-২০২৩ অর্থবছরে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে ব্যাংকিং ক্যাটাগরীতে “বিশেষ সম্মাননা ও সম্মননাপত্র” অর্জন করে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এর নিকট থেকে উক্ত “বিশেষ সম্মাননা ও সম্মননাপত্র” গ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর কর কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।