
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।
সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।
ঢাকার রাশিয়ার দূতাবাস জানায়, রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত রাশিয়া ও বাংলাদেশের মধ্যে আরও সহযোগিতার আশা প্রকাশের পাশাপাশি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রতিশ্রুত বিষয়গুলোর রূপরেখা ব্যক্ত করেন।