
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কাঞ্চন সড়কের শিমু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের কাঞ্চন থেকে দ্রুত গতিতে চলা ঢাকাগামী একটি প্রাইভেটকারের চাকা বাস্ট হয়ে অন্য আরেকটি লেনের ওপরে গিয়ে পড়ে। পরে অন্য আরেকটি প্রাইভেটকারে সামনে পড়লে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের সিনিয়র পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, গুরুত্বর আহত ৮ জনের মধ্যে ৩ জন মারা গেছেন। অন্যরা হাসপাতালে ভর্তি আছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারগুলোকে জব্দ করে সরিয়ে নিচ্ছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনা তদন্ত করা হবে।