
আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীতে এক মাসের জন্য গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা বিক্রির ঘোষণা। এক মাস পর আবার বসে দাম পুনরায় নির্ধারণ করা হবে।
বুধবার (৬ ডিসেম্বর) মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মন্টু এ তথ্য জানান।
তিনি বলেন, মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
ব্যবসায়ীদের সভা সূত্রে জানা গেছে, প্রতি কেজি গরুর মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। মানহীন মাংস বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। এক মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে।