অবরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে অবরোধে ঢাকাসহ সারাদেশে সকাল থেকেই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে জনসাধারণের উপস্থিতিও বাড়ছে।
৯ম দফায় ডাকা অবরোধ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।