টান টান উত্তেজনায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা থাকলেও সময়ের গরমিল হয়েছে ব্রাজিলক বনাম আর্জেন্টিনা ম্যাচে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল ৭টায় বলখেলা শুরু হয়।
এমনকি কি ছিল ম্যাচ হবে কি হবে না তারও শঙ্কা। অবশেষে ভক্তদের নিরাশ করেন নি মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে নেমে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
হাড্ডিহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ৩৯তম মিনিটে দারুন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনিস।
প্রথমার্ধের শেষ দিকে দুইপক্ষের খেলোয়াড়রা আক্রমনাত্মক হয়ে উঠে। অতিরিক্ত ৫ মিনিটের মধ্যে ৪টি ফাইল করে দুইদল। অবশেষে গোলশূন্য থেকেই বিরতিতে যায় ব্রাজিল-আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে কঠিন লড়াইয়ের মধ্যে অবশেষে জয়সূচক একমাত্র গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৩তম মিনিটে জিওভানি লো সেলসোর করা কর্নার শট থেকে দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন আল বিসেলেস্তা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।