তফসিল বিষয়ে বুধবার বিকেলে ইসির বৈঠক

0
12
৩০০
৩০০ আসনে কোন দল কত আসন পেয়েছে

আগামীকাল বুধবার বিকেল ৫টায় দ্বাদস সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

এরপরেই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ঘোষণা হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার চূড়ান্তভাবে ঘোষণা করা হবে তফসিল। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ জানা যাবে।

সংবিধান অনুযায়ী সংসদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হয়েছে গত ১ নভেম্বর থেকে।