![কয়লাভিত্তিক রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে](https://oporazoya24.com/wp-content/uploads/2023/07/Untitled-1-samakal-64a796879e04c-696x355.png)
ভারত-বাংলাদেশ যৌথ মালিকানায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় তাপ প্রকল্পটি।
রোববার (৫ই নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উৎপাদন বন্ধ হওয়ার খবর পেয়েছি। আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।’