ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুককে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন-আমরাও সংলাপে বিশ্বাস করি।
বুধবার (১ নভেম্বর) ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সংলাপের প্রসঙ্গে তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন, তাদের স্বাগত জানাব। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।