রাজধানীতে যান চলাচল বেড়েছে, ছাড়ছে না দূরপাল্লার বাস

0
42
রাজধানীতে যান চলাচল
রাজধানীতে যান চলাচল বেড়েছে, ছাড়ছে না দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা তিন দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীতে যান চলাচল বেড়েছে। অপরদিকে গাবতলী এলাকা অনেকটাই ফাঁকা। বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র।

সকাল থেকেই রাজধানীর সড়কে চলাচল করছে গণপরিবহন। স্বাভাবিক দিনের মতোই বাস স্টপেজগুলোতে ছিল মানুষের আনাগোনা। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।