বৃহস্পতিবার আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘হামুন’

0
25
৮০
আজ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সাগর উত্তাল। বঙ্গোপসাগরে অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।  সোমবারের পর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘হামুন’। ‘হামুন’ নামটি ইরানের দেওয়া।

সোমবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (পাঁচ) এ তথ্য জানানো হয়েছে।

এটি সোমবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে, যা বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলেও আঘাত হানতে পারে।