আজ জাতিসংঘ অধিবেশন শুরু

0
37
জাতিসংঘ অধিবেশন
আজ জাতিসংঘ অধিবেশন শুরু

আজ শুরু হবে ৭৮তম জাতিসংঘ সাধারণ অধিবেশন। বিশ্বের ১৪০ জনের বেশি নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধি যোগ দিচ্ছেন এবারের অধিবেশনে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস পুনর্গঠন, বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি, টেকসই উন্নয়ন অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর স্থায়ী প্রতিনিধি ডেনিস ফ্যান্সিস।

এবারের সাধারণ বিতর্ক ‘আস্থা পুনর্গঠন এবং বিশ্বব্যাপী সংহতি পুনরুজ্জীবিত করা : সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং স্থায়িত্বের দিকে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিত করা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সম্মেলন চলাকালে একাধিক পার্শ্ববৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

২২ সেপ্টেম্বর দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন তিনি।